শুধুমাত্র অনলাইনেই এই আবেদনপত্র পূরণ করা যাবে। আবেদনের বিভিন্ন শর্তাবলী ও যোগ্যতা নিচে উল্লেখ করা হলো
রাঙ্গামাটি জেলা পরিষদ শিক্ষা বৃত্তির আবেদনের যোগ্যতা
- উচ্চমাধ্যমিক/সমমান, স্নাতক/সমমান ও স্নাতকোত্তর/সমমান পর্যায়ে অধ্যয়নরত
- রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা
- ছাত্র-ছাত্রীর নুন্যতম জিপিএ 2.00
শিক্ষা বৃত্তির আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য
- জেলা প্রশাসক/ চীফ সার্কেল কতৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র।
- উপজেলা চেয়ারম্যান/ পৌর মেয়র/ ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র। পিতা বা অভিভাবক চাকুরীজীবি হলে, যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত বার্ষিক আয়ের সনদ।
- শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নের স্বপক্ষে প্রতিষ্ঠান প্রদান/ বিভাগী প্রধানের প্রত্যয়নপত্র।
- রঙ্গিন ছবি, স্বাক্ষর ও অন্যান্য শিক্ষাগত সনদ (স্ক্যান করে আপলোড করতে হবে)। ছবির সাইজ 300*300 pixel, স্বাক্ষর 150*80 pixel, অন্যান্য সনদ 750*1000 pixel
- আবেদনের সময়সীমা ১৭/০৯/২০১৯ হতে ১৭/১০/২০১৯ পর্যন্ত।
- www.rhdc.gov.bd এই ওয়েবসাইটে শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন করতে বা কোন তথ্য জানতে যোগাযোগ করতে পারেন,
Sparsha Computers
Baraichari, Kaptai, Rangamati
Post a Comment